Voice of Imperative Sentences
Voice of Imperative Sentences
Imperative Sentence এর voice করতে হলে প্রথমে এই ধরণের Sentence চিনতে হবে।
Imperative Sentence চেনার উপায় ঃ
1. মুল / Principal Verb দিয়ে কোন Sentence শুরু হলে ঃ
Example Open the door.
Main verb
Read a book.
Main verb
2. Do not / Don't দিয়ে কোন Sentence শুরু হলে ঃ
Example Do not open the door.
Don't hate the poor.
3. Let দিয়ে কোন Sentence শুরু হলে ঃ
Don't hate the poor.
3. Let দিয়ে কোন Sentence শুরু হলে ঃ
Example Let me finish the work.
4. Please/ Kindly যুক্ত Sentence
Example Please help me.
এবার Imperative Sentence এর কিভাবে Passive করতে হয় , তা আলচনা ---
1. মুল / Principal Verb দিয়ে কোন Sentence শুরু হলে, Passive করতে হলে ,
(ক) প্রথমে Let বসাতে হবে।
(খ) Object টি বসাতে হবে।
(গ) be বসাতে হবে।
(ঘ) মুল Verb এর Past Participle form বসাতে হবে।
Active : Open the door.
Passive : Let the door be opened.
2. Do not / Don't দিয়ে কোন Sentence শুরু হলে Passive করতে হলে,
(ক) প্রথমে Let not বসাতে হবে।
(খ) Object টি বসাতে হবে।
(গ) be বসাতে হবে।
(ঘ) মুল Verb এর Past Participle form বসাতে হবে।
Active : Do not / Don't open the door.
Passive : Let not the door be opened.
তবে এখানে একটা গুরুত্ব পূর্ণ বিষয় হল , এ ধরনের Sentence এ যদি Object টি Noun হয় তবে Passive করার সময় গঠন হবে এমন --
Let + not + Object ( Noun ) + be + মুল Verb এর Past Participle form
উপরের Sentence টি এই নিয়মে করা হয়েছে, কারন ঐ Sentence টির Object ছিল the door , যা Noun .
তবে, এ ধরণের Sentence এ যদি Object টি Pronoun হয় তবে Passive করার সময় গঠন হবে এমন --
Let + Object (Pronoun) + not + be + মুল Verb এর Past Participle form
Active : Do not help him.(Pronoun)
Passive : Let him not be helped.
3. Let + object যুক্ত Sentence কে Passive করার নিয়ম ঃ
(১) প্রথমে Let বসাতে হবে।
(২) শেষ Object টি বসাতে হবে।
(৩) be বসাতে হবে।
(৪) মুল Verb এর Past Participle form বসাতে হবে।
(৫) by বসাতে হবে।
(৬) Let এর পরের Object টি বসাতে হবে।
উল্লেখ্য যে, Imperative Sentence এর Passive করার সময় শুধু এই ধরনের ক্ষেত্রেই by বসে।
Example : Ac : Let me finish the work.
Pas : Let the work be finished by me.
4. Please / kindly যুক্ত Imperative Sentence এর Passive করার নিয়ম ঃ
(১) Please / kindly এর বদলে You are requested to বসাতে হবে।
(২) মুল Verb টির present form বসাতে হয় , এবং Sentence এর শেষ Word টি বসাতে হয়।
Ac : Please help the poor.
Pas : You are requested to help the poor.
5. মুল Verb + Object যুক্ত Imperative Sentence কে Passive করার নিয়ম ঃ
(১) প্রথমে Let বসাতে হবে।
(২) Object টি বসাতে হবে।
(৩) be বসাতে হবে।
(৪) মুল Verb এর Past Participle form বসাতে হবে।
(৫) for বসাতে হবে।
(৬) মুল Verb এর পরের Object টি বসাতে হয় । তবে মুল Verb টি give থাকলে for এর বদলে to বসাতে হয় ।
Ac : Buy me a pen.
Pas : Let a pen be bought for me.
Ac : Give him a pen.
Pas : Let a pen be given to him.
4. Please/ Kindly যুক্ত Sentence
Example Please help me.
এবার Imperative Sentence এর কিভাবে Passive করতে হয় , তা আলচনা ---
1. মুল / Principal Verb দিয়ে কোন Sentence শুরু হলে, Passive করতে হলে ,
(ক) প্রথমে Let বসাতে হবে।
(খ) Object টি বসাতে হবে।
(গ) be বসাতে হবে।
(ঘ) মুল Verb এর Past Participle form বসাতে হবে।
Active : Open the door.
Passive : Let the door be opened.
2. Do not / Don't দিয়ে কোন Sentence শুরু হলে Passive করতে হলে,
(ক) প্রথমে Let not বসাতে হবে।
(খ) Object টি বসাতে হবে।
(গ) be বসাতে হবে।
(ঘ) মুল Verb এর Past Participle form বসাতে হবে।
Passive : Let not the door be opened.
তবে এখানে একটা গুরুত্ব পূর্ণ বিষয় হল , এ ধরনের Sentence এ যদি Object টি Noun হয় তবে Passive করার সময় গঠন হবে এমন --
Let + not + Object ( Noun ) + be + মুল Verb এর Past Participle form
উপরের Sentence টি এই নিয়মে করা হয়েছে, কারন ঐ Sentence টির Object ছিল the door , যা Noun .
তবে, এ ধরণের Sentence এ যদি Object টি Pronoun হয় তবে Passive করার সময় গঠন হবে এমন --
Let + Object (Pronoun) + not + be + মুল Verb এর Past Participle form
Active : Do not help him.(Pronoun)
Passive : Let him not be helped.
3. Let + object যুক্ত Sentence কে Passive করার নিয়ম ঃ
(১) প্রথমে Let বসাতে হবে।
(২) শেষ Object টি বসাতে হবে।
(৩) be বসাতে হবে।
(৪) মুল Verb এর Past Participle form বসাতে হবে।
(৫) by বসাতে হবে।
(৬) Let এর পরের Object টি বসাতে হবে।
উল্লেখ্য যে, Imperative Sentence এর Passive করার সময় শুধু এই ধরনের ক্ষেত্রেই by বসে।
Example : Ac : Let me finish the work.
Pas : Let the work be finished by me.
4. Please / kindly যুক্ত Imperative Sentence এর Passive করার নিয়ম ঃ
(১) Please / kindly এর বদলে You are requested to বসাতে হবে।
(২) মুল Verb টির present form বসাতে হয় , এবং Sentence এর শেষ Word টি বসাতে হয়।
Ac : Please help the poor.
Pas : You are requested to help the poor.
5. মুল Verb + Object যুক্ত Imperative Sentence কে Passive করার নিয়ম ঃ
(১) প্রথমে Let বসাতে হবে।
(২) Object টি বসাতে হবে।
(৩) be বসাতে হবে।
(৪) মুল Verb এর Past Participle form বসাতে হবে।
(৫) for বসাতে হবে।
(৬) মুল Verb এর পরের Object টি বসাতে হয় । তবে মুল Verb টি give থাকলে for এর বদলে to বসাতে হয় ।
Ac : Buy me a pen.
Pas : Let a pen be bought for me.
Ac : Give him a pen.
Pas : Let a pen be given to him.
No comments