Right Form of Verbs ( Past Tense )

Right Form of Verbs ( Past Tense ) : 



Rule 1 :  কোন  Sentence এ  Yesterday,  long since ago , ago , last week, last month, last year, last night , অতীতের কোন সাল ইত্যাদি যে কোন একটি থাকলে তা  Past Indefinite Tense এর গঠনে করতে হবে। এ ধরনের Sentence টি  না বোধক (Negative ) বা   প্রশ্ন বোধক  ( Interrogative ) হলে did  বসাতে হবে । 

যেমন -- 
1.   He -- (come)  yesterday.
Ans :  He came yesterday.


2.  You not --- (go) there last week.
Ans : You did not go there last week.


3.  He --- ( write ) a letter  long ago
Ans :  Did he write a letter long ago ? 



Rule 2 :  কোন  Sentence  এ  before / after থাকলে  তা  Past  Perfect Tense এর গঠনে করতে হয় । এসব  ক্ষেত্রে  2 টি Sentence  থাকে ,  একটি করতে হয় Past  Perfect Tense এর গঠনে এবং অন্যটি করতে হয়  Past Indefinite Tense এর গঠনে । এখন  প্রশ্ন হল কোনটি  Past  Perfect Tense এর গঠনে করতে হয়  ?  যার উত্তর হল ঃ  
(ক)  before   থাকলে  before এর টা ( পূর্বের  Sentence   টি ) Past  Perfect Tense এর গঠনে করতে হয় এবং পরের  Sentence   টি Past Indefinite Tense এর গঠনে করতে হয় ।

যেমন -- 
1.  The patient -- (die) before the doctor --- (come ) 
Ans : The patient had died before the doctor came.
                       Past Perfect                      Past indefinite
              
উপরের Sentence   টি তে before ছিল , তাই  পূর্বের টি Past  Perfect Tense এর গঠনে  করা হয়েছে , আর পরেরটি Past Indefinite Tense এর গঠনে করা হয়েছে । 


(খ)   after থাকলে    after ( পরের টা )  এর টা Past  Perfect Tense এর গঠনে করতে হয় এবং প্রথমটা Past Indefinite Tense এর গঠনে করতে হয় । 


2.  The patient -- (die)  after the doctor --- (come ) 
Ans :  The patient died after the doctor had come.
                  Past indefinite                       Past Perfect    

উপরের  Sentence   টি তে after  ছিল , তাই পরের টা Past  Perfect Tense  এবং আগেরটা Past Indefinite Tense এর গঠনে  করে হয়েছে 
                


No comments

Powered by Blogger.