Voice of Assertive Sentence, Modals Auxiliary Verb

Voice of Assertive Sentence : 




Modals Auxiliary Verb : 


can / could / may / might / should / would / must / am to / is to / are to / have to / has to / was to / were to / had to /  going to/ ought to  etc.   হল Modals Auxiliary Verb . এই ধরনের Sentence এর ক্ষেত্রে Voice  Changing এর নিয়ম আলোচনা করব । 


উপরের  Modals Verb  গুলোর ক্ষেত্রে  Active এর  Sentence কে Passive করার সময় সাহায্যকারী Verb হিসেবে যখন যে Modals Verb টি থাকবে , তা বসিয়ে তারসাথে অতিরিক্ত be বসাতে হবে ।

Example :  1. Active :  He can help me. 

                  Passive  :  I can be helped by him. 

                 2.  Active :  He is going to open two shops.

                    Passive :  Two shops are going to be opened by him.

               3.  Active :  I am to do it.

                   Passive :  It is to be done by me.

               4. Active :  He has to do his duties.

                   Passive : His duties have to be done by him. 

   উত্তরের ব্যাখ্যা --- can / could / may / might / should / would / must  এই কয়েকটি Modals Verb  এর ক্ষেত্রে  Passive  করার সময়   Sentence এ যে  Modals Verb টি থাকবে , সেটিই বসাতে হবে এবং এরপর একটি be বসাতে হবে । যার উদাহরণ হল উপরের  1 ,  2  নং বাক্য দুটি । 

তবে going to এর ক্ষেত্রে  Active এর Sentence এ  Present Tense এর ক্ষেত্রে am / is / are  এবং  Past Tense এর ক্ষেত্রে was / were থাকে।  Voice Changing এর ক্ষেত্রে যেহেতু Subject এবং Object পরিবর্তন হয়ে যায় তাই Passive এর   নতুন Subject  অনুযায়ী am / is / are বা was / were  এরও পরিবর্তন হতে পারে । যা   2. নং Sentence এ ঘটেছে । সেক্ষেত্রে  2. নং Sentence এ Active এ Subject  ছিল He তাই Present Tense এর বাক্য বলে তারপর is  দেয়া আছে। আবার Past Tense এর ক্ষেত্রে  ঐ স্থানে was থাকত  । কিন্তু ঐ Sentence টিকে যখন Passive  করা হল তখন Subject  পরিবর্তন হয়ে হয়েছে Two shops .  ( Active  এ Subject   ছিল He  ) "Two shops "    Subject   হওয়ায় এটি যেহেতু বহুবচন তাই এর সাথে are  বসেছে । "Two shops "  এর স্থানে যদি একবচন কোন Subject   থাকত ( a shop ) তাহলে কিন্তু is  ই বসাতে হত । 



5.  Active :  He was going to help us. 

     Passive : We were going to be helped by him.

6.  Active :  He was going to help me.

    Passive :  I was going to be helped by him.

ঠিক একইভাবে   am to / is to / are to এর ক্ষেত্রে এদের পরিবর্তন হবে কিনা তা নতুন Subject   টির উপর নির্ভর করবে  । তবে এই পরিবর্তন  am /is / are এই তিনটির   মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যার উদাহরণ উপরের   3. নং Sentence এ  ঘটেছে ।  3. নং Sentence  টিতে Subject   ছিল  I  তাই এর সাথে Modals Verb  হিসেবে am to বসেছে ।   Passive করার সময় Subject    টি পরিবর্তন হয়ে হয়েছে It    কিন্তু It এর সাথে যেহেতু  am / is / are এর মধ্যে  is  বসে , তাই Passive করার সময় is to be বসানো হয়েছে । 

ঠিক একইভাবে have to / has to এর ক্ষেত্রে পরিবর্তন হবে কিনা তা নির্ভর করবে Passive এর নতুন Subject    টি একবচন নাকি বহুবচন তার উপর । যেমন - উপরের      4 নং বাক্য টিতে Subject    ছিল  He  আমরা জানি একবচন Subject    এর সাথে has বসে তাই  Active এর ঐ বাক্যটিতে ছিল has to কিন্তু Passive  করার সময় নিয়ম অনুযায়ী Subject    পরিবর্তন  হয়ে হয়েছে  His duties যা বহুবচন । যেহেতু বহুবচন Subject    এর সাথে have  বসাতে হয় তাই Passive  করার সময়  His duties এর সাথে have to be বসানো হয়েছে । তবে বাক্যটির নতুন Subject    টি যদি একবচনই হত তবে কিন্তু Passive  এও has to ই বসাতে হত ।

এরকম ভাবে,  was to / were to  এর সময় Passive  করার সময় was to be বসাব না কি were to be বসাব সেটাও নির্ভর করবে Passive এর নতুন Subject    এর উপর ।

More Example --

7.     Active :  He was to give two pens.

       Passive : Two pens were to be given by him.

8.   Active : He was to give a pen.

     Passive :  A pen was to be given by him.


তবে ,  had to  এর সময় এ ধরনের সমস্যা নেই । তাই Active  এ had to  দেয়া থাকলে Passive  করার সময় had to be বসাতে হবে ।

Example --

9.  Active :  He had to do it.

     Passive :  It had to be done by him.














No comments

Powered by Blogger.