Changing Voice : Active to Passive ( Double Object)

Changing Voice:  Active to Passive  ( Double Object )   











আজ আমরা  Active Voice কে Passive এ পরিবর্তনের ক্ষেত্রে Double Object  এর নিয়মাবলি আলোচনা করব। 

এই নিয়মটিকে আমরা ৩ টি ভাগে ভাগ করব । এগুলো হল যথাক্রমে  A , B এবং C .


A .    কিছু কিছু ক্ষেত্রে   Sentence  এ  Double Object  থাকলে দুটি Object  এর মধ্যে যে কোন একটি  Object  কে Subject করে  Passive করা যায় । দুটি Object   এর মধ্যে --- 

একটি Object  থাকে ব্যক্তিবাচক । 
এবং অপরটি থাকে বস্তুবাচক Object  .   এক্ষেত্রে ব্যক্তিবাচক  Object  কে Subject করাই উত্তম । তবে বস্তুবাচক Object  কে Subject  করেও  Passive করা যায় । তবে আমরা উত্তম কাজটিই করব । অর্থাৎ ব্যক্তিবাচক Object  কে Subject করব । Sentence এর মুল Verb কে  "কি"  দিয়ে প্রশ্ন করে যে Word টি উত্তর হিসেবে পাওয়া যাবে সেটি হল  "বস্তুবাচক Object "     আর  Sentence এর মুল Verb কে যদি  "কাকে "   বা  "কাদেরকে"  দিয়ে প্রশ্ন করে যে Word টি উত্তর হিসেবে পাওয়া যাবে সেটি হল   ব্যক্তিবাচক  Object 

নিচের বাক্যটিতে মুল Verb হল    " teaches "        এখন এই মুল Verb  । বাক্যটির বাংলা অর্থ হল -- " তিনি আমাদের ইংরেজি পড়ান । "   এখন ঐ Sentence এর মুল Verb  " teaches"       কে যদি প্রশ্ন করা হয় -- 

"তিনি কি পড়ান ? "  এর    উত্তর আসে   ----    " ইংরেজি " ( English ) তাহলে এই English হল বস্তুবাচক Object ।


এবার ঐ Sentence এর মুল Verb  " teaches"       কে যদি প্রশ্ন করা হয় --


"তিনি কাকে পড়ান ? "    এর উত্তর আসে ----                 আমাদেরকে ( us  ) । 

তাহলে us  হল      ব্যক্তিবাচক Object      

  সুতরাং  এক্ষেত্রে        English    ( বস্তুবাচক Object  ) বা   us  ( ব্যক্তিবাচক  Object  ) যে কোন একটি কে Subject  করে Passive করা যাবে। তবে ব্যক্তিবাচক  Object  ( us  ) কে Subject   করাটাই উত্তম । নিচে তা করে দেখান হল ---- 



Example :  1.     Active :                He   teaches         us                          English. 
                                                                            ব্যক্তিবাচক  Object           বস্তুবাচক Object  
                           
                        (  ব্যক্তিবাচক  Object    " us " কে     Subject   করলে We হয় )  


             ১ম নিয়ম ঃ              Passive :  We are taught English by him. 

এক্ষেত্রে মনে রাখতে হবে , বস্তুবাচক Object   ( English )  কে ঠিক মুল Verb ( taught )  এর পরেই বসাতে হবে ।

এবার ঐ বাক্যটিকে আমরা   বস্তুবাচক Object ( English ) কে Subject    করে Passive করব ।

       ২য় নিয়ম ঃ             Passive :    English is taught us by him.   

যেহেতু আমরা বস্তুবাচক Object ( English ) কে Subject    করে Passive করলাম সেহেতু  অপর Object ( us ) কে  ঠিক মুল Verb ( taught ) এর পরেই Object  আকারে ( us ) বসাতে হবে । কেননা us  কে Subject    করলে হয় We । এর এক্ষেত্রে আমরা us   কে  Subject     করিনি । Subject     করেছি  English কে । তবে উপরের ২ টি নিয়মের মধ্যে আমরা উত্তম হিসেবে   ১ম নিয়মটিতেই করব । 

B . এবার আমরা এমন কিছু Sentence দেখব , যেখানে দুটি Object এর মধ্যে একটির পূর্বে ( ব্যক্তিবাচক Object ) কোন Preposition ( to, for etc ) আছে । এক্ষেত্রে কিন্তু যে Object  টির পূর্বে Preposition থাকবে সেটিকে Subject করাই যাবে না । তখন আমরা বস্তুবাচক Object  হলেও সেটিকেই Subject  করতে বাধ্য । 

Example :   Active :   He     gave   some   food     to           me. 
                                                                      ( preposition) 

                  Passive :    Some food was given to me by him. 

উত্তরের ব্যাখ্যা --- 

উপরের বাক্যটিতে  দুটি  object  আছে ।  একটি হল  some   food  এবং অপরটি  হল  me । লক্ষ্য কর  " me "  object   টির পূর্বে  preposition ( to   )       আছে ।  তাই   Passive  করার সময় এখানে  me  কে  Subject যাবেই না । তাই বস্তুবাচক  object   হলেও  some   food  কেই এখানে Subject  করতে হবে । 

More example :   Active :  He did a lot of things  for me.  

                            Passive :  A lot of things were done for me by him. 


C.   এবার এমন কিছু বাক্য দেখব যেখানে ২ টি Object আছে । এক্ষেত্রে কিছু বস্তুবাচক Object  থাকবে যাদেরকে Factitive  Object  বলা হয় । এই ধরনের Object   কে  মোটেই  Subject করা যাবে না । তাই এক্ষেত্রে যদি আমরা উপরের  A এর নিয়মটা মেনে চলি অর্থাৎ ব্যক্তিবাচক Object কে Subject করার অভ্যাস রাখি , তাহলে এইসব Factitive  Object নিয়ে বাড়তি কিছু ভাববার প্রয়োজন হবে না। শুধু সামনে Preposition থাকলেই ঐ Object কে Subject  করা যাবে না । 

কিছু  Factitive  Object  এর উদাহরন ---

Captain , king , chairman , minister , etc. অর্থাৎ  যে পদবি গুলো  আমরা বা জনগন সমর্থন করে কাউকে বানিয়ে দেই ।

Example :  Active :   We made him    captain. ( Factitive Object )  

                 Passive :    He was made captain by us.       

 Captain  শব্দ টা  Factitive Object  বলে ওটাকে Subject  করা যাবে না । তাই him     কে Subject   কে He  করা হয়েছে ।

More Example :   Active :  We made her a minister.

                            Passive :  She was made a minister by us. 



                                                                 
                        


No comments

Powered by Blogger.