Changing Voice :
Changing Voice: Active to Passive
প্রথমে আমরা একটি উদাহরন এর সাহায্য নেই ।
1. Active : He is eating rice.
Sub(1) 2 3 Object ( 4)
Passive : Rice is being eaten by him.
Sub (1) 2 3 4 5
Passive এর বাক্যটির ব্যাখ্যা ঃ
1. 1st Position এ Active এর Object ( rice) কে করতে হবে Passive এর Subject.
2. Passive এর 2nd position টাই হল Most Important কারন, বিভিন্ন Tense এর ক্ষেত্রে ঐ position টা তেই পরিবর্তন হয় । বাকি position গুলো সব Tense এর ক্ষেত্রেই একই থাকে। আগের Part -- 1 এ দেখিয়েছি Present Continuous এ Passive করতে হলে সাহায্যকারী Verb হিসেবে am being/ is being/ are being বসাতে হয়। তাই উপরের বাক্যটিতে 2 নং position এ is being বসানো হয়েছে ।
3. principle Verb এর Past Participle form বসে ।
4. by বসাবে ।
5. Active এর Subject ( he) হবে Passive এর object ( him) .
তোমাদের বোঝার সুবিধার্থে 1 , 2 , 3 , 4 , 5 এর colour এবং উপরের Passive এর বাক্যটির শব্দগুলোর colour এর মিল রেখেছি । এখন কথা হল ভিন্ন ভিন্ন Tense এর ক্ষেত্রে শুধুমাত্র 2 নং Position টা তেই পরিবর্তন হবে । অর্থাৎ যে Tense এর ক্ষেত্রে যে সাহায্যকারী Verb বসানোর কথা আগের Part 1 এর ছকে বলা হয়েছিল তা বসাতে হবে, কিন্তু বাকি 1 , 3 , 4 , 5 এই Position গুলো একই থাকে । এবার আরও কয়েকটি উদাহরন ।
Active : She has done her duties.
Sub (1) 2 3 4
Passive : Her duties have been done by her.
1 2 3 4 5
Passive এর বাক্যটির ব্যাখ্যা ঃ
1. 1st position এ Active এর Object ( her duties ) কে করতে হবে Passive এর Subject
2. Tense অনুসারে সাহায্যকারী verb বসে । বাক্যটি ছিল Present Perfect Tense এর । তাই Passive করার সময় সাহায্যকারী verb হিসেবে have been / has been বসাতে হবে । Her duties যেহেতু বহুবচন তাই এর সাথে have been বসাতে হয়েছে । Subject টি একবচন হলে has been দিতে হত ।
3. principal verb এর Past Participle form. (done )
4. by
5. Active এর Subject ( She ) কে করা হয়েছে Passive এর object (her)
এবার আমরা কিছু Negative Sentence এর উদাহরণ খেয়াল করি --
Active : They were not singing a song.
Passive : A song was not being sung by them.
উত্তরের ব্যাখ্যা ঃ
Negative Sentence এর Passive করার সময় লক্ষ্য রাখতে হবে যে,
Tense অনুযায়ী উপরের 2 নং ( Red colour) position এ am being/is being/ are being/ has been/ have been/ was being/ were being/ had been/ shall be /will be/ এগুলোর মধ্যে যেটাই বসানো হোক না কেন not টা কে ঠিক যথাক্রমে
am , is , are , has , have , was , were , had , shall , will এগুলোর ঠিক পরেই বসাতে হবে। তারপর being/ been বসাতে হবে।
আরও কিছু উদাহরন ---
Active : They had not made a basket.
Passive : A basket had not been made by them.
Active : He gave a pen.
Passive : A pen was given by him.
Active : He does not help me.
Passive : I am not helped by him.
পরবর্তী Part এ আমরা double Object নিয়ে আলোচনা করব ।
No comments