Transformation of Sentences -- Assertive to Imperative
Transformation of Sentences --
Assertive to Imperative :
1. Rule 1 : Assertive Sentence এ যদি 2 nd Person ( You) Subject হিসেবে থাকে , তবে Imperative করার সময় You + should তুলে দিয়ে তার পরের অংশ বসালেই হয়ে যাবে । উদাহরন --
Assertive : You should open the door.
Imperative : Open the door.
2. Rule 2 : Assertive Sentence এ যদি 2 nd Person ( You) Subject হিসেবে থাকে এবং should এর পরে not থাকে তবে, Imperative করার সময় You + should not তুলে দিয়ে তার পরিবর্তে Do not / Don't বসিয়ে বাকি অংশ বসাতে হয় । উদাহরন ঃ
Assertive : You should not open the window.
Imperative : Do not / Don't open the window.
3. Rule 3 : Assertive Sentence এর Subject যদি 2nd Person ( You ) না থাকে অর্থাৎ 1st Person ( I, We) , 3rd Person ( He, any name , they ) ইত্যাদি থাকে এবং বাক্যটি Affirmative ( not ছাড়া ) হয় , তবে Imperative করার সময় প্রথমে Let বসাতে হয়, এরপর should এর স্থলে Subject টির Object বসাতে হয় ।
Subject Object
He ---------------------------- him
She --------------------------- her
They ------------------------- them
I ----------------------------- me
We --------------------------- us
উদাহরন ঃ
Assertive : He should play football.
Imperative : Let him play football.
4. Rule 4 : Assertive Sentence এর Subject যদি 2nd Person ( You ) না থাকে অর্থাৎ 1st Person ( I, We) , 3rd Person ( He, any name , they ) ইত্যাদি থাকে এবং বাক্যটি Negative হয় , তবে Imperative করার সময় প্রথমে Let বসাতে হয়, তারপর Subject Pronoun ( he, she , they etc) থাকলে সেই Subject এর Object বসিয়ে , তারপর not দিতে হবে ।
উদাহরন ঃ
Assertive : He should / does not play football.
Imperative : Let him not play football.
তবে Subject টি যদি Noun ( কোন নাম ) থাকে তবে Imperative করার সময় প্রথমে Let বসাতে হয়, এরপর not বসিয়ে তারপর Subject টি Noun আকারেই বসাতে হবে।
উদাহরন ঃ
Assertive : Rahim should not play football.
Imperative : Let not Rahim play football.
No comments