Transformation of sentences ( Assertive to Interrogative )
Assertive to Interrogative without changing meaning :
Assertive Sentence কে Interrogative করতে হলে ২ টি বিষয় খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হয় ---
১. প্রদত্ত Assertive Sentence টি যদি Affirmative হয় অর্থাৎ প্রদত্ত বাক্যটিতে যদি not বা not জাতীয় কিছু ( Nothing, none, nobody etc) না থাকে তবে Interrogative করতে হলে not ব্যবহার করতে হবে। আর not বা not জাতীয় কিছু ( Nothing, none, nobody etc) থাকলে Interrogative করতে হলে ঐ not তুলে দিতে হবে।
২. Assertive কে Interrogative করতে হলে কোন প্রকার বিপরীত শব্দ ( opposite word) ব্যবহার করা যাবে না।
Rule 1 : Auxiliary verb ( am/is/are/was / were/ have/has/had/ shall/will / can/ may/might/should/must/ etc.) যুক্ত বাক্যকে Interrogative করতে হলে প্রদত্ত বাক্যটির Auxiliary verb টি সবার সামনে বসাতে হবে, আর ঐ বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে, প্রদত্ত বাক্যটিতে not আছে কি না ।
যদি not না থাকে তবে not বসাবে আর not থাকলে তা তুলে দিতে হবে ।
Example : 1. Ass : He is present in the class.
Int : Isn't he present in the class ?
2. Ass : He is not present in the class.
Int : Is he present in the class ?
উত্তরের ব্যাখ্যা ঃ
উপরের 1 নং বাক্যটিতে not ছিল না তাই Interrogative করার সময় not বসানো হয়েছে । অনেকের মনে প্রশ্ন আসতে পারে Is not আলাদা ভাবে না বসিয়ে কেন Isn't বসানো হয়েছে ?
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ---
একটা বাক্য যখন Neg- Interrogative হয় , অর্থাৎ একই বাক্য যখন not যুক্ত হয় + তা প্রশ্ন বোধক হয় , তখন আমাদের Contraction রুপ ব্যবহার করতে হয় --
আসলে Auxiliary verb আর not আলাদা না লিখে একত্রে লেখাকেই Contraction বলা হয় । নিচে কিছু Contraction দেখানো হল---
Is not------- Isn't
Are not -- Aren't
Has not -- Hasn't
Have not--- Haven't
Had not --- Hadn't
Was not -- Wasn't
Were not --- Weren't
Will not -- Won't
Shall not --- shan't
Can not -- Can't
Must not --- Mustn't
উপরের উদাহরণ ২ টিতে আর একটি বিষয় লক্ষণীয় বাক্য দুটিতে present শব্দ টি ছিল । অথচ Interrogative করার সময় কিন্তু আমরা present এর opposite word বসাইনি । এই opposite word ব্যবহার করার বিষয়টি শুধুমাত্র
Affirmative to Negative এর ক্ষেত্রেই প্রযোজ্য । কিন্তু পরীক্ষায় আসলে Assertive থেকে Interrogative করতে এমন কিছু শব্দ ব্যবহার করা হয় যেগুলোর বিপরীত শব্দ খুব easy কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা Assertive থেকে Interrogative করতে কোন বিপরীত শব্দ ব্যবহার করব না । তাহলে ২ টি বিষয় Assertive থেকে Interrogative করতে হলে মনে রাখতে হচ্ছে --
১. প্রদত্ত sentence এ not না থাকলে not বসাবে । আর not থাকলে তুলে দিবে ।
২. কোন opposite word ব্যবহার করব না । মানে প্রদত্ত sentence এর শব্দটি পরিবর্তন করব না ।
এবার আরও কিছু উদাহরণ ---
1. Ass : He was not sincere.
Int : Was he sincere ?
2. Ass : He was sincere.
Int : Wasn't he sincere ?
3. Ass : I have done the work.
Int : Haven't I done the work ?
4. Ass : You have not done the work.
Int : Have you done the work ?
উপরের প্রতিটি Sentence এ Auxiliary verb ছিল । তাই সেই Auxiliary verb টির সাহায্য নিয়ে আমরা প্রশ্নবোধক করেছি । এবার দেখব Auxiliary verb না থাকলে কিভাবে Interrogative করব ।
Rule 2 : Sentence এ যদি কোন সাহায্যকারী Verb না থাকে তবে Interrogative করতে হলে ৩ টি সাহায্যকারী Verb এর সাহায্য নিতে হয় -
(a) do , (b) does , (c) did .
এখন প্রশ্ন হল কিভাবে জানব যে, এই ৩ টির মধ্যে কোনটি কখন ব্যবহার করব । খুব Simple .
(a) কখন do ?-- প্রদত্ত বাক্যটির মুল verb টি যদি Present form এ থাকে s/es যুক্ত ছাড়া তবে do বসাতে হবে।উদাহরণ ঃ Ass : We play football.
Int : Don't we play football ?
Ass : We do not play football.
Int : Do we play football ?
(b) কখন does ?-- প্রদত্ত বাক্যটির মুল verb টি যদি Present form এ থাকে এবং তার সাথে s/es যুক্ত থাকে তবে does বসাতে হবে।
উদাহরণ ঃ Ass : He plays football.
Int : Doesn't he play football ?
Ass : He does not play football.
Int : Does he play football ?
(c) কখন did ?-- প্রদত্ত বাক্যটির মুল verb টি যদি Past form এ থাকে তবে did বসাতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে -- Sentence এ do , does বা did ব্যবহার করলে মুল Verb টিকে Base form/ present form এ বসাতে হবে , মানে কোন s/es যুক্ত করা যাবে না, বা Verb টির Past Form বসান যাবে না।
উদাহরণ ঃ Ass : He played football.
Int : Didn't he play football ?
Ass : He did not play football.
Int : did he play football ?
No comments