Changing Voice . Voice change of Interrogative Sentences. "wh word and without wh word
Changing Voice . ( W-h Word and Without W-h Word )
Voice change of Interrogative Sentences. Without W-h Word.
Interrogative Sentences বা প্রশ্নবোধক বাক্যগুলোর
Voice change এর ২ টি ক্ষেত্র আছে --
১. W-h Word ছাড়া ।
২.W-h Word যুক্ত
১. W-h Word ছাড়া -- এই ধরনের প্রশ্নবোধক বাক্যকে Active থেকে Passive করতে হলে -- কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় ।১. প্রথমে প্রদত্ত প্রশ্ন বোধক বাক্যটিকে Assertive sentence এ পরিবর্তন করতে হবে । তবে এই পরিবর্তনটা Transformation এ আমরা যেভাবে Interrogative sentence কে Assertive sentence এ পরিবর্তন করি , সেভাবে করা যাবে না। বলতে পার Conversion এর নিয়মে পরিবর্তন করতে হবে।
২. পরিবর্তিত Assertive sentence টির Assertive sentence এর নিয়মে Passive করতে হবে ।
৩. এবার Passive করা sentence টির সাহায্যকারী Verb টি সবার সামনে বসিয়ে বাক্যটির অন্য শব্দ গুলো ঠিক রেখে প্রশ্ন বোধক চিনহ ( ? ) দিতে হবে ।
বিষয়টি আপাত দৃষ্টিতে জটিল মনে হলেও উদাহরন দেখলেই মনে হবে অতি সহজ --
Example : 1. Ac : Are you playing football ?
Step 1 . উপরের বাক্যটিকে Conversion এর নিয়মে Assertive sentence এ পরিবর্তন করছি ।
You are playing football.
Step 2. এবার Step 1 এর বাক্যটিকে Passive করব ।
Passive ; Football is being played by you.
Step 3. এবার Step 2 এর Passive এর বাক্যটিতে পাওয়া সাহায্যকারী Verb ( is ) সবার সামনে বসিয়ে বাক্যটির অন্য শব্দ গুলো ঠিক রেখে প্রশ্ন বোধক চিনহ ( ? ) দিতে হবে । তবে এখানে মনে রাখতে হবে যে, যদিও Step 2 এর Passive এর বাক্যটিতে পাওয়া সাহায্যকারী Verb হল is being তবুও being টাকে যথাস্থানে রেখে শুধু is কে সামনে নিতে হবে । এবার চুরান্ত উত্তর--
Passive : Is football being played by you ?
তবে এধরনের বাক্যকে Passive করার সময় উপরের যে উপায়ে করা হল পরীক্ষার খাতায় কিন্তু মাঝের ২ টি ধাপ দেখানো যাবে না , ঐ টি ধাপ রাফে করে চুরান্ত উত্তর টা খাতায় লিখতে হবে। এবার আরও কিছু উদাহরন ----
Example : 1. Ac : Has she done the work ?
step 1 : She has done the work.
step 2 : The work has been done by her.
step 3 : Has the work been done by her ? ( final answer )
2. Ac : Does the man help you ?
step 1 : The man helps you.
step 2 : You are helped by the man.
step 3 : Are you helped by the man ? ( final answer )
3. Ac : Can he buy a pen ?
step 1 : He can buy a pen.
step 2 : A pen can be bought by him.
step 3 : Can a pen be bought by him ? ( final answer )
4. Ac : Did they break a bundle ?
step 1 : They broke a bundle.
step 2 : A bundle was broken by them .
step 3 : Was a bundle broken by them ? ( final answer )
Example : 1. Ac : Has she done the work ?
step 1 : She has done the work.
step 2 : The work has been done by her.
step 3 : Has the work been done by her ? ( final answer )
2. Ac : Does the man help you ?
step 1 : The man helps you.
step 2 : You are helped by the man.
step 3 : Are you helped by the man ? ( final answer )
3. Ac : Can he buy a pen ?
step 1 : He can buy a pen.
step 2 : A pen can be bought by him.
step 3 : Can a pen be bought by him ? ( final answer )
4. Ac : Did they break a bundle ?
step 1 : They broke a bundle.
step 2 : A bundle was broken by them .
step 3 : Was a bundle broken by them ? ( final answer )
No comments