Narration of Optative Sentence

Narration of Optative Sentence : 




Optative Sentence চেনার উপায় ঃ

কোন  Sentence এর শুরুতে  May / Long live থাকলে 
সাধারনভাবে সেগুলো  Optative Sentence.

এ ধরনের Sentence.এর Indirect করতে হলে নিচের বিষয়গুলো মনে রাখতে হবে। 


(a)  Reporting verb বসাতে হবে wished/ prayed.

(b)  Object টি তুলে দিতে হবে। 

(c)  that বসাতে হবে ।

(d)  Subject এর পরে   Auxiliary verb হিসেবে might বসাতে হবে । 
(e)   Long live যুক্ত Sentence কে Indirect করতে হলে Live long বসাতে হয় ।

Example : 

1. Dir :  He said to me , " May you be happy."
In :  He prayed that I might  be happy.

2. Dir : He said to me, " Long live our prime                      minister." 
In :  He prayed that our prime minister might live       long . 
 

No comments

Powered by Blogger.