Use of "A" and "An " as an Article-- Part --- 1 / proper use of Article of a and an / Articles for JSC, Article for SSC, HSC Articles / Articles fir class 6 , Class 7 , Class 8
Use of "A" as an Article Part --- 1
ইংরেজিতে a , an এবং the কে Article বলে ।
Article দুই প্রকার । (1) Definite Article
(2) Indefinite Article.
a এবং an কে বলা হয় Indefinite Article. এবং the কে বলা হয় Indefinite Article.
আজ আমরা Indefinite Article হিসেবে a এবং an এর ব্যবহার শিখব ।
১. সাধারনতঃ কোন Word এর ১ম অক্ষর Consonant ( A থেকে z পর্যন্ত অক্ষরগুলোর মধ্যে a , e , i , o , u এই ৫ টি বাদে বাকিগুলোকে Consonant বলে ) হলে ঐ Word টির পূর্বে a বসে । যেমন -
1. I have a pen.
2. He gave me a book.
উপরের বাক্য দুটিতে pen এবং book শব্দ দুটির ১ম অক্ষর যথাক্রমে p এবং b . এই দুটি অক্ষরই Consonant . তাই pen এবং book শব্দ দুটির
পূর্বে a বসাতে হবে।
২. সাধারনত ঃ কোন Word এর ১ম অক্ষর Vowel ( a , e , i , o , u এই ৫ টি কে Vowel বলে ) হলে ঐ Word টির পূর্বে an বসাতে হয় । যেমন --
1. I have an orange.
2. He has an umbrella.
উপরের বাক্যগুলোতে orange এবং umbrella শব্দ দুটির ১ম অক্ষর ছিল যথাক্রমে o এবং u এরা Vowel তাই এদের পূর্বে an বসাতে হবে।
উপরের ১ এবং ২ নং দুটি নিয়মই হল সাধারনত ।
এবার আমরা এমন কিছু Word সম্পর্কে জানব যেখানে (১) শব্দের ১ম অক্ষর থাকবে Consonant অথচ ঐ Word টির পূর্বে বসাতে হবে an .
(২) আবার শব্দের ১ম অক্ষর থাকবে Vowel অথচ ঐ Word টির পূর্বে বসাতে হবে a .
আর সবথেকে জরুরি কথা হল যে কোন পর্যায়ের পরীক্ষায় এই দুই ধরনের প্রশ্নই বেশি আসে ।
(১) শব্দের ১ম অক্ষর Consonant অথচ ঐ Word টির পূর্বে বসাতে হবে an .
(a) আমরা জানি ইংরেজির h অক্ষরটির উচ্চারন বাংলায় "হ" মত হয় । যেসব ক্ষেত্রে h অক্ষরটির উচ্চারন বাংলায় "হ" মত হয় সেসব ক্ষেত্রে সাধারন নিয়মটিই প্রযোজ্য হবে । অর্থাৎ সেই Word টির পূর্বে a বসে। যেমন -- I have a hen.
এখানে hen শব্দ টির বাংলা উচ্চারন "হেন " অর্থাৎ h অক্ষরটির উচ্চারন বাংলায় "হ" মত হয় । আর তাই hen. এর পূর্বে a বসেছে ।
যেসব ক্ষেত্রে h অক্ষরটির উচ্চারন বাংলায় "হ" মত হয় না সেসব ক্ষেত্রে Word টির পূর্বে an বসাতে হবে ।
যেমন -- 1. Please wait for an hour.
এখানে hour শব্দটির ১ম অক্ষর h যা একটি Consonant তাই সাধারন নিয়ম অনুযায়ী hour শব্দটির পূর্বে a বসানোর কথা । কিন্তু hour শব্দটির বাংলা উচ্চারন "হাওয়ার " নয় । এর সঠিক উচ্চারন হল "আওয়ার"
অর্থাৎ এখানে h এর বাংলা উচ্চারন " হ" হয়নি । তাই নিয়মের বাতিক্রম ঘটেছে । মানে হল ১ম অক্ষর Consonant থাকলে নিয়ম ছিল তার পূর্বে a বসানো , কিন্তু এক্ষেত্রে বসাতে হবে an.
এই ধরনের আরও কিছু উদাহরন --
2. He is an honourable man.
3. Rahim is an honest boy.
এই বাক্য দুটিতেও honourable এবং honest শব্দ দুটির ১ম অক্ষর h কিন্তু এখানে দুই ক্ষেত্রেই h এর বাংলা উচ্চারন "হ" এর মত হয়নি । honourable এর বাংলা উচ্চারন হল "অনারেবল " ( হনারেবল নয়) আর honest এর বাংলা উচ্চারন হল "অনেস্ট" ( হনেস্ট নয় ) তাই এই দুটি শব্দের পূর্বেই সাধারন নিয়ম প্রযোজ্য হয়নি । অর্থাৎ এদের পূর্বে a বসেনি বরং বসেছে an .
(২) আবার শব্দের ১ম অক্ষর থাকবে Vowel অথচ ঐ Word টির পূর্বে বসাতে হবে a
এই নিয়মে ৫ টি Vowel এর মধ্যে ৩ টি অন্তর্ভুক্ত হবে ।
এই ৩ টি Vowel হল e , u এবং o .
অর্থাৎ এই ৩ টি Vowel ( e , u এবং o .) এর ক্ষেত্রে কিছু কিছু সময় এদের পূর্বে সাধারন নিয়ম ( Vowel এর পূর্বে an বসে এটি সাধারন নিয়ম ) প্রযোজ্য হবে না । অর্থাৎ এদের পূর্বে an না বসিয়ে বরং a বসাতে হবে।
আবার দেখি এই ৩ টি Vowel ( e , u এবং o .) এর ক্ষেত্রে কখন কখন এদের পূর্বে a বসাতে হবে তা দেখা যাক ।
আমরা মজা করে এই ৩ টি Vowel ( e , u এবং o .) কে "বেয়াদব" Vowel বলব । তবে এই বেয়াদবি টা এরা কখন কখন করবে তা দেখা যাক ।
"E" Vowel : কোন Word এর ১ম অক্ষর যদি "E"
থাকে এবং ঐ Word টির বাংলা উচ্চারন যদি "ইউ" এর মত শোনা যায় তবে ঐ Word গুলোর পূর্বে a বসাতে হবে। অর্থাৎ এইসব ক্ষেত্রে "e " Vowel টি কথা শুনবে না মানে বেয়াদবি করবে । কারন সে যদি কথা শুনত তবে Vowel হিসেবে এর পূর্বে an বসত । আর কথা না শোনায় এর পূর্বে a বসবে।
উদাহরন -- (1) . It is a ewe.
(2) . He is a European.
উপরের ১ম শব্দ ewe এর ১ম অক্ষর e আর শব্দটির উচ্চারন হল "ইউই " এবং ২ য় শব্দ European এর ১ম অক্ষর e আর শব্দটির উচ্চারন হল "ইউরোপিয়ান "
তাই এই দুই ক্ষেত্রেই এদের পূর্বে a বসেছে । এমন প্রচলিত ২ টি শব্দ মনে রাখলেই চলে ।
"U " Vowel : কোন Word এর ১ম অক্ষর যদি "U"
থাকে এবং ঐ Word টির বাংলা উচ্চারন যদি "ইউ" এর মত শোনা যায় তবে ঐ Word গুলোর পূর্বে a বসাতে হবে। অর্থাৎ এইসব ক্ষেত্রে "U " Vowel টি কথা শুনবে না মানে বেয়াদবি করবে । কারন সে যদি কথা শুনত তবে Vowel হিসেবে এর পূর্বে an বসত । আর কথা না শোনায় এর পূর্বে a বসবে। যেমন ঃ
1. He is a university student.
2. It is a unique design.
3. The cow is a useful animal.
4. He has a uniform.
উপরের university, unique , useful , uniform. এই ৪ টি শব্দের পূর্বেই u আছে এবং প্রতিটি শব্দের বাংলা উচ্চারন যথাক্রমে "ইউনিভারসিটি " , " ইউনিক " ,
"ইউস ফুল " , "ইউনিফরম " অর্থাৎ সবগুলো শব্দ উচ্চারনের শুরুতে " ইউ" রয়েছে । তাই এগুলোর পূর্বে a বসাতে হবে ।
"O" Vowel : কোন Word এর ১ম অক্ষর যদি O হয় এবং ঐ Word টির বাংলা উচ্চারন যদি "ওয়া" এর মত শোনায় তবে সে ক্ষেত্রে ঐ Word টির পূর্বে a বসাতে হবে ।
উদাহরন -- (1) I have a one taka note.
এই নিয়মের ক্ষেত্রে শুধুমাত্র one শব্দটি মনে রাখলেই চলবে।
**** কোন সংক্ষিপ্ত শব্দের ১ম অক্ষর টি উচ্চারন করতে যদি আগে Vowel আসে তবে ওই শব্দের পূর্বে an বসে আর যদি উচ্চারন করতে গিয়ে পরে Vowel আসে তবে তার পূর্বে a বসে ।
সংক্ষিপ্ত শব্দ চেনার উপায় হল এই শব্দগুলো বড় হাতের অক্ষরে লেখা থাকে ( Capital Letter ) এবং প্রতিটি অক্ষরের মাঝে ইংরেজির ফুলস্টপ (.) থাকে।
যেমন -- (1) He is an M.A.
(2) He is a B.A.
(3) She is an F.R.C.S.
(4) He is an L.L.B.
(5) He is a C.A.
উপরের M.A. , B.A. , F.R.C.S. , L.L.B. , C.A. প্রতিটি শব্দই সংক্ষিপ্ত রুপ । কারন এগুলো বড় হাতের অক্ষরে লেখা এবং শব্দগুলোর মাঝে ফুলস্টপ আছে ।
সে ক্ষেত্রে ১ম শব্দ M.A যার ১ম অক্ষর M . এই M উচ্চারন করতে গিয়ে "A "
Vowel টির আগমন ঘটেছে এবং এই A এর উচ্চারন প্রথমেই শোনা যায় ( এ ---- ম = এম ) তাই এর পূর্বে an বসেছে ।
আবার B.A. শব্দ টি র ১ম অক্ষর B আর এটি উচ্চারন করতে "e " Vowel এর আগমন ঘটেছে কিন্তু এই "e " Vowel এর আগমন এর বিষয়টি পরে ঘটেছে ( বি ---- ই = বি ) তাই এর পূর্বে a বসেছে ।
একইভাবে, F.R.C.S. এ F এর উচ্চারনে "A"
Vowel এর আগমন ঘটে এবং তা আগে ( এ -- ফ = এফ ) তাই এর পূর্বে an বসেছে ।
L.L.B. তে " L" উচ্চারন করতে "A" Vowel আসে এবং তা আগে আসে ( এ---- ল = এল ) । তাই এর পূর্বে an বসেছে ।
C.A. শব্দটিতে C উচ্চারন করতে "E" vowel এর আগমন ঘটেছে কিন্তু এই "E" vowel এর আগমন এর বিষয়টি পরে ঘটেছে ( ছি --- ই = ছি )
তাই C.A. এর পূর্বে a বসেছে ।
1. I have an orange.
2. He has an umbrella.
উপরের বাক্যগুলোতে orange এবং umbrella শব্দ দুটির ১ম অক্ষর ছিল যথাক্রমে o এবং u এরা Vowel তাই এদের পূর্বে an বসাতে হবে।
উপরের ১ এবং ২ নং দুটি নিয়মই হল সাধারনত ।
এবার আমরা এমন কিছু Word সম্পর্কে জানব যেখানে (১) শব্দের ১ম অক্ষর থাকবে Consonant অথচ ঐ Word টির পূর্বে বসাতে হবে an .
(২) আবার শব্দের ১ম অক্ষর থাকবে Vowel অথচ ঐ Word টির পূর্বে বসাতে হবে a .
আর সবথেকে জরুরি কথা হল যে কোন পর্যায়ের পরীক্ষায় এই দুই ধরনের প্রশ্নই বেশি আসে ।
(১) শব্দের ১ম অক্ষর Consonant অথচ ঐ Word টির পূর্বে বসাতে হবে an .
(a) আমরা জানি ইংরেজির h অক্ষরটির উচ্চারন বাংলায় "হ" মত হয় । যেসব ক্ষেত্রে h অক্ষরটির উচ্চারন বাংলায় "হ" মত হয় সেসব ক্ষেত্রে সাধারন নিয়মটিই প্রযোজ্য হবে । অর্থাৎ সেই Word টির পূর্বে a বসে। যেমন -- I have a hen.
এখানে hen শব্দ টির বাংলা উচ্চারন "হেন " অর্থাৎ h অক্ষরটির উচ্চারন বাংলায় "হ" মত হয় । আর তাই hen. এর পূর্বে a বসেছে ।
যেসব ক্ষেত্রে h অক্ষরটির উচ্চারন বাংলায় "হ" মত হয় না সেসব ক্ষেত্রে Word টির পূর্বে an বসাতে হবে ।
যেমন -- 1. Please wait for an hour.
এখানে hour শব্দটির ১ম অক্ষর h যা একটি Consonant তাই সাধারন নিয়ম অনুযায়ী hour শব্দটির পূর্বে a বসানোর কথা । কিন্তু hour শব্দটির বাংলা উচ্চারন "হাওয়ার " নয় । এর সঠিক উচ্চারন হল "আওয়ার"
অর্থাৎ এখানে h এর বাংলা উচ্চারন " হ" হয়নি । তাই নিয়মের বাতিক্রম ঘটেছে । মানে হল ১ম অক্ষর Consonant থাকলে নিয়ম ছিল তার পূর্বে a বসানো , কিন্তু এক্ষেত্রে বসাতে হবে an.
এই ধরনের আরও কিছু উদাহরন --
2. He is an honourable man.
3. Rahim is an honest boy.
এই বাক্য দুটিতেও honourable এবং honest শব্দ দুটির ১ম অক্ষর h কিন্তু এখানে দুই ক্ষেত্রেই h এর বাংলা উচ্চারন "হ" এর মত হয়নি । honourable এর বাংলা উচ্চারন হল "অনারেবল " ( হনারেবল নয়) আর honest এর বাংলা উচ্চারন হল "অনেস্ট" ( হনেস্ট নয় ) তাই এই দুটি শব্দের পূর্বেই সাধারন নিয়ম প্রযোজ্য হয়নি । অর্থাৎ এদের পূর্বে a বসেনি বরং বসেছে an .
(২) আবার শব্দের ১ম অক্ষর থাকবে Vowel অথচ ঐ Word টির পূর্বে বসাতে হবে a
এই নিয়মে ৫ টি Vowel এর মধ্যে ৩ টি অন্তর্ভুক্ত হবে ।
এই ৩ টি Vowel হল e , u এবং o .
অর্থাৎ এই ৩ টি Vowel ( e , u এবং o .) এর ক্ষেত্রে কিছু কিছু সময় এদের পূর্বে সাধারন নিয়ম ( Vowel এর পূর্বে an বসে এটি সাধারন নিয়ম ) প্রযোজ্য হবে না । অর্থাৎ এদের পূর্বে an না বসিয়ে বরং a বসাতে হবে।
আবার দেখি এই ৩ টি Vowel ( e , u এবং o .) এর ক্ষেত্রে কখন কখন এদের পূর্বে a বসাতে হবে তা দেখা যাক ।
আমরা মজা করে এই ৩ টি Vowel ( e , u এবং o .) কে "বেয়াদব" Vowel বলব । তবে এই বেয়াদবি টা এরা কখন কখন করবে তা দেখা যাক ।
"E" Vowel : কোন Word এর ১ম অক্ষর যদি "E"
থাকে এবং ঐ Word টির বাংলা উচ্চারন যদি "ইউ" এর মত শোনা যায় তবে ঐ Word গুলোর পূর্বে a বসাতে হবে। অর্থাৎ এইসব ক্ষেত্রে "e " Vowel টি কথা শুনবে না মানে বেয়াদবি করবে । কারন সে যদি কথা শুনত তবে Vowel হিসেবে এর পূর্বে an বসত । আর কথা না শোনায় এর পূর্বে a বসবে।
উদাহরন -- (1) . It is a ewe.
(2) . He is a European.
উপরের ১ম শব্দ ewe এর ১ম অক্ষর e আর শব্দটির উচ্চারন হল "ইউই " এবং ২ য় শব্দ European এর ১ম অক্ষর e আর শব্দটির উচ্চারন হল "ইউরোপিয়ান "
তাই এই দুই ক্ষেত্রেই এদের পূর্বে a বসেছে । এমন প্রচলিত ২ টি শব্দ মনে রাখলেই চলে ।
"U " Vowel : কোন Word এর ১ম অক্ষর যদি "U"
থাকে এবং ঐ Word টির বাংলা উচ্চারন যদি "ইউ" এর মত শোনা যায় তবে ঐ Word গুলোর পূর্বে a বসাতে হবে। অর্থাৎ এইসব ক্ষেত্রে "U " Vowel টি কথা শুনবে না মানে বেয়াদবি করবে । কারন সে যদি কথা শুনত তবে Vowel হিসেবে এর পূর্বে an বসত । আর কথা না শোনায় এর পূর্বে a বসবে। যেমন ঃ
1. He is a university student.
2. It is a unique design.
3. The cow is a useful animal.
4. He has a uniform.
উপরের university, unique , useful , uniform. এই ৪ টি শব্দের পূর্বেই u আছে এবং প্রতিটি শব্দের বাংলা উচ্চারন যথাক্রমে "ইউনিভারসিটি " , " ইউনিক " ,
"ইউস ফুল " , "ইউনিফরম " অর্থাৎ সবগুলো শব্দ উচ্চারনের শুরুতে " ইউ" রয়েছে । তাই এগুলোর পূর্বে a বসাতে হবে ।
"O" Vowel : কোন Word এর ১ম অক্ষর যদি O হয় এবং ঐ Word টির বাংলা উচ্চারন যদি "ওয়া" এর মত শোনায় তবে সে ক্ষেত্রে ঐ Word টির পূর্বে a বসাতে হবে ।
উদাহরন -- (1) I have a one taka note.
এই নিয়মের ক্ষেত্রে শুধুমাত্র one শব্দটি মনে রাখলেই চলবে।
**** কোন সংক্ষিপ্ত শব্দের ১ম অক্ষর টি উচ্চারন করতে যদি আগে Vowel আসে তবে ওই শব্দের পূর্বে an বসে আর যদি উচ্চারন করতে গিয়ে পরে Vowel আসে তবে তার পূর্বে a বসে ।
সংক্ষিপ্ত শব্দ চেনার উপায় হল এই শব্দগুলো বড় হাতের অক্ষরে লেখা থাকে ( Capital Letter ) এবং প্রতিটি অক্ষরের মাঝে ইংরেজির ফুলস্টপ (.) থাকে।
যেমন -- (1) He is an M.A.
(2) He is a B.A.
(3) She is an F.R.C.S.
(4) He is an L.L.B.
(5) He is a C.A.
উপরের M.A. , B.A. , F.R.C.S. , L.L.B. , C.A. প্রতিটি শব্দই সংক্ষিপ্ত রুপ । কারন এগুলো বড় হাতের অক্ষরে লেখা এবং শব্দগুলোর মাঝে ফুলস্টপ আছে ।
সে ক্ষেত্রে ১ম শব্দ M.A যার ১ম অক্ষর M . এই M উচ্চারন করতে গিয়ে "A "
Vowel টির আগমন ঘটেছে এবং এই A এর উচ্চারন প্রথমেই শোনা যায় ( এ ---- ম = এম ) তাই এর পূর্বে an বসেছে ।
আবার B.A. শব্দ টি র ১ম অক্ষর B আর এটি উচ্চারন করতে "e " Vowel এর আগমন ঘটেছে কিন্তু এই "e " Vowel এর আগমন এর বিষয়টি পরে ঘটেছে ( বি ---- ই = বি ) তাই এর পূর্বে a বসেছে ।
একইভাবে, F.R.C.S. এ F এর উচ্চারনে "A"
Vowel এর আগমন ঘটে এবং তা আগে ( এ -- ফ = এফ ) তাই এর পূর্বে an বসেছে ।
L.L.B. তে " L" উচ্চারন করতে "A" Vowel আসে এবং তা আগে আসে ( এ---- ল = এল ) । তাই এর পূর্বে an বসেছে ।
C.A. শব্দটিতে C উচ্চারন করতে "E" vowel এর আগমন ঘটেছে কিন্তু এই "E" vowel এর আগমন এর বিষয়টি পরে ঘটেছে ( ছি --- ই = ছি )
তাই C.A. এর পূর্বে a বসেছে ।
No comments