Changing Voice : Active to Passive

Primary Discussion about Voice  :  






Voice  :  ক্রিয়া প্রকাশের ধরণকে ই ংরেজিতে  Voice 
বলে । ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা নিজে কাজটি করেছে , না কর্তার দ্বারা কাজটি সম্পাদিত হয়েছে ।
Voice  দুই প্রকার । যথা - 1. Active Voice

                                     2. Passive Voice.

1. Active Voice :   Subject বা কর্তা যখন নিজেই কাজটি সম্পন্ন করে এমন বুঝায় তবে সে ধরনের বাক্যকে 
Active Voice বলে । যেমন-  We play football.

আমরা ফুটবল খেলি । এখানে বাক্যটির কর্তা বা Subject
হল  "আমরা" । এই বাক্যটি পড়লে বোঝা যায় যে, বাক্যটির কর্তা বা Subject নিজেই ফুটবল খেলার  কাজটি  সম্পাদন করে  অর্থাৎ তাই এটি Active এর বাক্য বলে । 
2. Passive Voice. ঃ যখন কোন কাজ কর্তা  বা Subject
দ্বারা সম্পাদন করা হয় অর্থাৎ  কর্তা  বা Subject যেন কিছুটা নিষ্ক্রিয় মনে হয়  তখন তাকে Passive এর বাক্য বলে । যেমন -- Football is played by us.
অর্থাৎ  " আমাদের দ্বারা ফুটবল খেলা হয় । "  এই বাক্যটি শুনে বোঝা যায় যে, কর্তা  বা Subject এর দ্বারা খেলা ক্রিয়াটি সম্পন্ন হয়, তাই এটি Passive এর বাক্য ।

আমাদের প্রধানতঃ জানতে হবে কিভাবে Active এর বাক্য কে Passive এর বাক্য এবং Passive এর বাক্য কে Active এর বাক্য করতে হয় ।

আমরা মুলতঃ Active এর বাক্য কে Passive করাটা শিখব , তাহলেই উল্টোটাও করতে পারবে ।

এই পরিবর্তন টা আসলে Tense এর উপর নির্ভর করে । অর্থাৎ ভিন্ন ভিন্ন  Tense এর ক্ষেত্রে পরিবর্তনের ধরনটাও ভিন্ন । 
তবে এক্ষেত্রে মুলতঃ ৩ টি প্রধান পরিবর্তন লক্ষণীয় -
1.  Voice  Changing এর ক্ষেত্রে Sentence এর Subject এবং Object এর পরিবর্তন  হয় ।

2. Voice  Changing এর ক্ষেত্রে Sentence এর Subject এবং Object এর  Position বা অবস্থান এর পরিবর্তন হয় ।

3.   Voice  Changing এর ক্ষেত্রে Sentence এর Verb এর Form এর  পরিবর্তন হয় ।

এই Voice  Changing এর ক্ষেত্রে আমাদের সবার আগে Subject এবং Object  সম্পর্কে জানতে হবে ।
Subject --------------------------  Object

I     --------------------------------- Me

We ---------------------------------  Us

You -------------------------------  You

He ---------------------------------  Him

She --------------------------------- Her

They ------------------------------- Them

এবার আমরা জানব Active এর কোন বাক্যকে Passive  করতে হলে কোন Tense এর ক্ষেত্রে  কোন সাহায্যকারী Verb ( Auxiliary Verb ) বসাতে হয় ।

Name of                                   Name of  Auxiliary
                                                    verb      
Tense  
(Active)                                       (Passive)

1. Present Indefinite  Tense  :


Subject + মুল verb এর Present/ Base form + Object  --------------------------  Am/is/are
                                                                                           
---------------------------------------------------------------------------------
2. Present Continuous   Tense :

Sub + am/is/are +  মুল verb এর ing + Object -------------------------------- am being/ is being / are being
-------------------------------------------------------------------------------

3. Present Perfect  Tense :

Sub + have/has + মুল verb এর Past Participle form + Object -----------------  have been / has been
---------------------------------------------------------------------------------

4. Past Indefinite  Tense : 
   
Sub + মুল verb এর Past form + Object  ---------------------------------   was/ were

---------------------------------------------------------------------------------


5. Past Continuous Tense :

Sub + was/ were + মুল verb এর ing + Object ------------------------------------ was being/ were being
   
--------------------------------------------------------------------------------

6. Past Perfect Tense :

Sub + had + মুল verb এর Past Participle form + Object  ---------------------  had been


--------------------------------------------------------------------------------

7.   Future Indefinite Tense :

Sub + shall / will + মুল verb এর Present/ Base form + Object  --------------------   shall be / will be

----------------------------------------------------------------------------------------------------------------------

8. Future Continuous Tense :

Sub + shall be + will be +  মুল verb এর ing + Object --------------------- shall be being/ will be being

-----------------------------------------------------------------------------------------------------------------------

9.  Future Perfect Tense :

Sub + shall have / will have + মুল verb এর Past Participle form + Object ----  shall have been/ 
                                                                                                                               will have been

--------------------------------------------------------------------------------------------------------------------------

Perfect Continuous Tense এর বাক্যকে সাধারনত ঃ  Voice Changing এর ক্ষেত্রে প্রয়োজন হবে না ।

উপরের ছকটি সম্পর্কে অনেক ছাত্র- ছাত্রী রা বলে এটা মনে রাখা কঠিন । কিন্তু এটা মনে রাখার একটা সহজ কৌশল এখন বলছি । তবে এক্ষেত্রে ছাত্র- ছাত্রীদের অবশ্যই অবশ্যই  Tense  এর গঠন টা সঠিক জানতে হবে। 

এবার একটা সহজ উপায় বলে দিচ্ছি , তবে আমি ধরেই নিচ্ছি তোমরা Tense  এর গঠন টা সঠিক ভাবে জান । যদি তাই হয় তবে , যদি এভাবে আমরা ভাবি যে,

১. প্রতিটি  Continuous  Tense ( Present Continuous, past Continuous, Future Continuous )  এর বাক্যকে  Active থেকে Passive করতে হলে সংশ্লিট Continuous  Tense এর সাহায্যকারী Verb ( Auxiliary Verb )
এর সাথে একটা being যুক্ত করতে হয় । 

যেমন উপরের ছকে খেয়াল কর Present Continuous Tense এর গঠন হল ঃ 
Sub + am/is/are + মুল Verb এর সাথে ing + Object 

 Present Continuous এর বাক্যকে Passive করতে হলে  am being/ is being/ are being বসাতে বলা হয়েছে । তাহলে এই দাঁড়াল যে, সংশ্লিট Continuous  Tense এর সাহায্যকারী Verb ( Auxiliary Verb )
এর সাথে একটা being যুক্ত করতে হয় । একইভাবে তোমরা Past Continuous  বা Future Continuous এর ক্ষেত্রেও বিষয়টি মিলিয়ে দেখতে পার ।

২. প্রতিটি Perfect ( Present perfect, Past Perfect, Future Perfect ) এর বাক্যকে Active থেকে Passive করতে হলে সংশ্লিট Perfect Tense এর সাহায্যকারী Verb ( Auxiliary Verb )
এর সাথে একটা been যুক্ত করতে হয় । 

যেমন উপরের ছকে খেয়াল কর Present perfect Tense এর গঠন হল  ঃ

Sub + have / has + মুল Verb এর Past Participle form + Object .

অর্থাৎ এই Tense  এর  সাহায্যকারী Verb ( Auxiliary Verb ) হল  have/ has . আর এই Tense   এর Passive করার সময় উপরের ছকে have been/ has been বসাতে বলা হয়েছে । একইভাবে Past Perfect বা Future Perfect এর ক্ষেত্রে ও বিষয়টি তোমরা  মিলিয়ে দেখতে পার । 

৩.  প্রতিটি Indefinite Tense ( Present Indefinite, Past Indefinite, Future indefinite )  হল ডাকাত । তবে এরা ডাকাতি করবে তাদের নিজেদের Continuous Tense এর সাহায্যকারী Verb ( Auxiliary Verb)

এবার বিষয়টির  প্রমান  দেয়া যাক , 
 উপরের ছকে    Present Indefinite Tense এর বাক্যকে Passive করতে হলে সাহায্যকারী Verb ( Auxiliary Verb) হিসেবে am/ is /are বসানোর কথা বলা হয়েছে , অথচ খেয়াল কর এই am/ is /are কিন্তু Present Continuous Tense এর সাহায্যকারী Verb ( Auxiliary Verb) ।
একইভাবে,  Past Indefinite, Future indefinite এর ক্ষেত্রে ও বিষয়টি  মিলিয়ে নিতে পার । Passive করার সময় Past Indefinite এর ক্ষেত্রে সাহায্যকারী Verb ( Auxiliary Verb) হিসেবে was/ were বসাতে বলা হয়েছে । অথচ was/ were কিন্তু Past Continous Tense এর সাহায্যকারী Verb ( Auxiliary Verb) একইভাবে, Future indefinite এর ক্ষেত্রে ও বিষয়টি  মিলিয়ে নিতে পার ।
তাহলে উপরের  ১ , ২ এবং ৩ নং নিয়মটি মনে রাখলেই উপরের ছকের বিষয়টি ভুলে যাবার সম্ভবনা থাকবে না বলা যায় । উপরের ৩ টি নিয়ম আবারও সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি ।

(১)  প্রতিটি  Continuous Tense এর Passive করতে হলে, সংশ্লিস্ট Continuous Tense এর সাহায্যকারী Verb  এর সাথে  একটা অতিরিক্ত  being  যুক্ত  করতে হয় । 

(২) প্রতিটি Perfect  Tense এর Passive করতে  হলে সংশ্লিস্ট Perfect  Tense এর সাহায্যকারী Verb  এর সাথে  একটা
 অতিরিক্ত  been  যুক্ত  করতে হয় । 

(৩) প্রতিটি  Indefinite Tense  এর বাক্যকে Passive  করার সময় এদের সংশ্লিস্ট  Continuous Tense এর সাহায্যকারী Verb টি বসাতে হবে । 
পুরো বিষয়টি উপরে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে । 

পরবর্তীতে বাকি বিষয়গুলো আলোচিত হবে ধারাবাহিকভাবে ।









No comments

Powered by Blogger.