Changing Voice . Interrogative sentences with "wh" word / How to make a sentence into active to passive If the Interrogative sentences start with What or Whom --



Changing Voice .  Interrogative sentences with "wh"   word -- 





How to make a sentence into active to passive If the  Interrogative sentences start with  What or Whom --

মোট ৯ টি  wh word আছে । এগুলোর মধ্যে শুধু ১ টির (whose )  এর voice নেই । তাহলে বাকি ৮ টির voice করতে হবে । যে ৮ টির voice করতে হবে ---
1.  What
2.  Whom
3. Who
4. Why
5. Where
6. When
7. How
8. Which.


1.  What :  
 এবার আমরা  What যুক্ত Interrogative Sentence কে কিভাবে Passive করব তা শিখব । 

প্রথমে ১ টি উদাহরণ দেখা যাক -
Active :  What are you doing ? 

Passive :  What   is  being  done  by  you  ? 
                 1             2           3       4    5     6

উত্তরের ব্যাখ্যা ঃ 
1  এই position এ অর্থাৎ What যুক্ত বাক্যকে Passive করতে হলে প্রথমে What ই বসাতে হবে।2  Voice changing এর ক্ষেত্রে এই 2 নং position টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ , কারন ভিন্ন ভিন্ন Tense এ এই স্থানেই পরিবর্তনটা হয় । অর্থাৎ এই position এ Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসাতে হয় । আমরা সাহায্যকারী Verb বসাতে সবসময় Subject টা অনুসরণ করি । কিন্তু এখানে একটা জরুরী বিষয় হল --
Passive  এর বাক্যটি যখন  What দিয়ে শুরু হবে তখন তার পরে সবসময় একবচন ( Singular )  verb বসাতে হবে । যেমন -- is , was , has . 

একারনেই উপরের বাক্যটিকে Passive করার সময় 2 নং position এ is  বসানো হয়েছে , আর Continuous Tense এর কারনে তার সাথে being বসানো হয়েছে। 

  3  এই Position এ কিন্তু আগের Assertive sentence 

এর মত মুল Verb এর Past Participle form বসাতে হবে। 
4  এই Position টাও আগের মত অর্থাৎ একটা by বসাতে হয় ।

5   এই Position টাও আগের মত অর্থাৎ Active এর subject টাকে  Passive এর object করতে হবে। উপরের বাক্যটিতে subject ছিল you  আর এর object  ও you  

6  এই শেষ Position এ প্রশ্ন বোধক  চিনহ ( ?) দিতে হবে ।

এবার আরও কিছু উদাহরণ  ঃ


1.  Ac :  What have you done ? 
     Pas :  What has been doe by you ?

2. Ac :  What can he do ?
    Pas :  What can be done by him ?

3. Ac :   What did he want ?

   Pas : What was wanted by him ? 

4.  Ac : What does the man see ?

     Pas :  What is seen by the man ? 

5.  Ac : What had you done ?

    Pas : What had been done by you ? 
  
2.  Whom : 


প্রথমে ১ টি উদাহরণ দেখা যাক -  
Active : Whom were you calling ?
Pas      :  Who  was  being  called  by   you  ? 
                1            2             3        4       5     6

উত্তরের ব্যাখ্যা ঃ  Whom যুক্ত  Active কে Passive করতে হলে --

1    Whom এর স্থলে  Who   বসাতে হয় ।
2     Who  এর পরে সবসময় একবচন ( Singular )  verb বসাতে হবে । যেমন -- is , was , has  তাই উপরের বাক্যটিতে 2 নং position এ was  being বসানো হয়েছে ।

3 এবার মুল Verb এর Past participle form বসাতে হয়। তাই উপরের বাক্যটিতে 3 নং position এ called বসানো হয়েছে। যা  Call  এর Past participle form .

  4    by    বসাতে হবে। 

  5   Subject  টিকে  Object করে বসাতে হয় । 

6   সব শেষে  ? ( প্রশ্ন বোধক )  দিতে হবে। 

More Examples :  


1. Ac :  Whom were you beating ?
   Pas : Who was being beaten by you ?

2.  Ac :  What has he done ?
     Pas :   What has  been done by him ?

3. Ac :  What had she wanted ? 
    Pas :  What had been wanted by her ?

4.  Ac : What can he do ?
     Pas : What can be done by him ?

5.  Ac :  Whom was he teaching English ?
     Pas :  Who was being taught English by him ?

6. Ac : What are you drawing ?
    Pas : What is being drawn by you ?





















No comments

Powered by Blogger.