Affirmative to Negative, (1) Many / Much যুক্ত বাক্য (2) Too -- to যুক্ত বাক্য
Affirmative to Negative :
Many / Much যুক্ত বাক্য ----
Many : Many যুক্ত বাক্যকে Negative করতে হলে a few বসাতে হয় ।
উল্লেখ্য যে, Countable Noun এর ক্ষেত্রে অনেক বোঝাতে Many এবং সামান্য বোঝাতে a few ব্যবহার
হয় ।
Example : 1. Affir : He ate many mangoes.
Neg : He did not eat a few mangoes.
Past Indefinite Tense এর ক্ষেত্রে not বসাতে হলে did ব্যবহার করতে হয়। তবে উপরের বাক্যটিকে did ছাড়াও Negative করা যায় । সেক্ষেত্রে উত্তর হবে -- He ate not a few mangoes.
2. Affir : I have a few friends.
Neg : I do not have many friends.
or, Neg : I have not many friends.
Much : Much যুক্ত বাক্যকে Negative করতে a little বসে । Uncountable Noun এর ক্ষেত্রে অনেক বোঝাতে Much এবং সামান্য বোঝাতে a little বসে । এক্ষেত্রে, Much বা a little এর পরে যে Noun থাকবে তার Singular form বা একবচন হবে।
Example : 1. Affir : He drank much water . ( Waters হবে না, কারণ , পানি গণনা করা যায় না অর্থাৎ এটি Uncountable Noun )
Neg : He did not drink a little water.
or, Neg : He drank not a little water.
উপরের Many / Much এর নিয়ম দুটি লক্ষ্য করলে দেখা যায় যে , Affirmative এর বাক্যতে যেমন Many থাকতে পারে আবার a few ও থাকতে পারে ।
আবার Affirmative এর বাক্যতে যেমন Much থাকতে পারে অথবা a little ও থাকতে পারে ।
Countable Noun ( যেগুলো গণনা করা যায় ) থাকলে Many বা a few
আর Uncountable Noun ( যেগুলো গণনা করা যায় না ) থাকলে Much বা a little থাকবে । তবে আমাদের মনে রাখতে হবে ,
Many --------------------------------------------- a few
Much ---------------------------------------------- a little
More Example :
1. Affir : I need much money.
Nrg : I do not need a little money.
2. Affir : He has a few books.
Neg : He does not have many books.
(1) Too এর স্থলে So বসাবে .
(2) Too এর পরে যে Adjective টি থাকবে সেটিই বসাবে।
(3) to এর স্থলে that বসাবে ।
(4) প্রদত্ত বাক্যটির Subject বসাবে ।
(5) প্রদত্ত বাক্যটি Present Tense এ থাকলে can not প্রদত্ত বাক্যটি Past Tense এ থাকলে could not বসিয়ে প্রদত্ত বাক্যটির শেষ Word ( verb) টি বসাবে ।
আগেও বলেছি আবার বলছি , Transformation এর নিয়ম এভাবে ( 1,2,3 ---) মনে রাখা কঠিন । তাই তোমরা যদি একটা বাক্যই মুখস্ত রাখ তবে সহজেই করতে পারবে।
Example : 1. Affir : He is too weak to walk.
Neg : He is so weak that he can not walk.
এই বাক্যটি Present Tense এর বলে can not বসানো হয়েছে ।
2. Affir : He was too weak to walk.
Neg : He was so weak that he could not walk.
এই বাক্যটি Past Tense এর বলে could not বসানো হয়েছে ।
এবার এই নিয়মের আরও কিছু বাতিক্রম ধর্মী উদাহরন খেয়াল কর :
3. Affir : Kamal is too lazy to prosper in life.
Neg : Kamal is so lazy that he can not prosper in life.
এই বাক্যটিতে that এর পরে he বসানো হয়েছে কারন Kamal হল Noun. আসলে Noun দুইবার ব্যবহার করলে শুনতে ভাল লাগে না । উল্লেখ্য যে, Kamal এর বদলে কোন মেয়ের নাম থাকলে he এর বদলে she বসাতে হবে ।
এবার আরেক ধরনের উদাহরণ খেয়াল কর ।
4. Affir : The box is too heavy to carry .
(boxবস্তুবাচক জিনিস )
Neg : The box is so heavy that it can not be carried.
5. Affir : The boxes were too heavy to carry.
( boxes বস্তুবাচক জিনিস )
Neg : The boxes were so heavy that they could not be carried.
এখানে Subject টি কোন বস্তুবাচক জিনিস । তাহলে বস্তুবাচক Subject থাকলে that এর পরে একবচন ( Singular ) বস্তুবাচক Subject ( যেমন -The box ) থাকলে it এবং বহুবচন বস্তুবাচক Subject ( যেমন The boxes থাকলে they বসাতে হবে । উভয় ক্ষেত্রেই বাক্যটিকে Passive form ( can not be carried. / could not be carried.) এ করতে হবে ।
এই নিয়মের আরও একটা ধরণ আছে ---
6. Affir : The box is too heavy for him to carry .
( বস্তুবাচক )
Neg : The box is so heavy that he can not carry it .
উপরের বাক্যটি খেয়াল কর -- subject টি বস্তুবাচক । আবার heavy এর পরে for him দেয়া আছে। এক্ষেত্রে খেয়াল কর him থাকার কারনে আমরা Negative করার সময় subject হিসেবে he ব্যবহার করেছি । এই নিয়মের ক্ষেত্রে শেষে একটা it বসাতে হয় । আবার subject টি যদি বহুবচন ( The boxes ) থাকত তবে it এর পরিবর্তে them বসাতে হবে ।
আর for এর পরে যদি
her থাকে তবে she
me থাকে তবে I
them থাকে তবে they
us থাকে তবে we বসাতে হবে ।
আবার যদি for এর পরে কোন Noun থাকে
তবে, ছেলের নাম থাকলে he
মেয়ের নাম থাকলে she বসাতে হবে ।
Example : 7. Affir : The box was too heavy for Simu to carry.
( মেয়ের নাম )
Neg : The box was so heavy that she could not carry it .
Many / Much যুক্ত বাক্য ----
Many : Many যুক্ত বাক্যকে Negative করতে হলে a few বসাতে হয় ।
উল্লেখ্য যে, Countable Noun এর ক্ষেত্রে অনেক বোঝাতে Many এবং সামান্য বোঝাতে a few ব্যবহার
হয় ।
Example : 1. Affir : He ate many mangoes.
Neg : He did not eat a few mangoes.
Past Indefinite Tense এর ক্ষেত্রে not বসাতে হলে did ব্যবহার করতে হয়। তবে উপরের বাক্যটিকে did ছাড়াও Negative করা যায় । সেক্ষেত্রে উত্তর হবে -- He ate not a few mangoes.
2. Affir : I have a few friends.
Neg : I do not have many friends.
or, Neg : I have not many friends.
Much : Much যুক্ত বাক্যকে Negative করতে a little বসে । Uncountable Noun এর ক্ষেত্রে অনেক বোঝাতে Much এবং সামান্য বোঝাতে a little বসে । এক্ষেত্রে, Much বা a little এর পরে যে Noun থাকবে তার Singular form বা একবচন হবে।
Example : 1. Affir : He drank much water . ( Waters হবে না, কারণ , পানি গণনা করা যায় না অর্থাৎ এটি Uncountable Noun )
Neg : He did not drink a little water.
or, Neg : He drank not a little water.
উপরের Many / Much এর নিয়ম দুটি লক্ষ্য করলে দেখা যায় যে , Affirmative এর বাক্যতে যেমন Many থাকতে পারে আবার a few ও থাকতে পারে ।
আবার Affirmative এর বাক্যতে যেমন Much থাকতে পারে অথবা a little ও থাকতে পারে ।
Countable Noun ( যেগুলো গণনা করা যায় ) থাকলে Many বা a few
আর Uncountable Noun ( যেগুলো গণনা করা যায় না ) থাকলে Much বা a little থাকবে । তবে আমাদের মনে রাখতে হবে ,
Many --------------------------------------------- a few
Much ---------------------------------------------- a little
More Example :
1. Affir : I need much money.
Nrg : I do not need a little money.
2. Affir : He has a few books.
Neg : He does not have many books.
Too -- to যুক্ত বাক্য
Too -- to যুক্ত বাক্যকে Negative করতে হলে,(1) Too এর স্থলে So বসাবে .
(2) Too এর পরে যে Adjective টি থাকবে সেটিই বসাবে।
(3) to এর স্থলে that বসাবে ।
(4) প্রদত্ত বাক্যটির Subject বসাবে ।
(5) প্রদত্ত বাক্যটি Present Tense এ থাকলে can not প্রদত্ত বাক্যটি Past Tense এ থাকলে could not বসিয়ে প্রদত্ত বাক্যটির শেষ Word ( verb) টি বসাবে ।
আগেও বলেছি আবার বলছি , Transformation এর নিয়ম এভাবে ( 1,2,3 ---) মনে রাখা কঠিন । তাই তোমরা যদি একটা বাক্যই মুখস্ত রাখ তবে সহজেই করতে পারবে।
Example : 1. Affir : He is too weak to walk.
Neg : He is so weak that he can not walk.
এই বাক্যটি Present Tense এর বলে can not বসানো হয়েছে ।
2. Affir : He was too weak to walk.
Neg : He was so weak that he could not walk.
এই বাক্যটি Past Tense এর বলে could not বসানো হয়েছে ।
এবার এই নিয়মের আরও কিছু বাতিক্রম ধর্মী উদাহরন খেয়াল কর :
3. Affir : Kamal is too lazy to prosper in life.
Neg : Kamal is so lazy that he can not prosper in life.
এই বাক্যটিতে that এর পরে he বসানো হয়েছে কারন Kamal হল Noun. আসলে Noun দুইবার ব্যবহার করলে শুনতে ভাল লাগে না । উল্লেখ্য যে, Kamal এর বদলে কোন মেয়ের নাম থাকলে he এর বদলে she বসাতে হবে ।
এবার আরেক ধরনের উদাহরণ খেয়াল কর ।
4. Affir : The box is too heavy to carry .
(boxবস্তুবাচক জিনিস )
Neg : The box is so heavy that it can not be carried.
5. Affir : The boxes were too heavy to carry.
( boxes বস্তুবাচক জিনিস )
Neg : The boxes were so heavy that they could not be carried.
এখানে Subject টি কোন বস্তুবাচক জিনিস । তাহলে বস্তুবাচক Subject থাকলে that এর পরে একবচন ( Singular ) বস্তুবাচক Subject ( যেমন -The box ) থাকলে it এবং বহুবচন বস্তুবাচক Subject ( যেমন The boxes থাকলে they বসাতে হবে । উভয় ক্ষেত্রেই বাক্যটিকে Passive form ( can not be carried. / could not be carried.) এ করতে হবে ।
এই নিয়মের আরও একটা ধরণ আছে ---
6. Affir : The box is too heavy for him to carry .
( বস্তুবাচক )
Neg : The box is so heavy that he can not carry it .
উপরের বাক্যটি খেয়াল কর -- subject টি বস্তুবাচক । আবার heavy এর পরে for him দেয়া আছে। এক্ষেত্রে খেয়াল কর him থাকার কারনে আমরা Negative করার সময় subject হিসেবে he ব্যবহার করেছি । এই নিয়মের ক্ষেত্রে শেষে একটা it বসাতে হয় । আবার subject টি যদি বহুবচন ( The boxes ) থাকত তবে it এর পরিবর্তে them বসাতে হবে ।
আর for এর পরে যদি
her থাকে তবে she
me থাকে তবে I
them থাকে তবে they
us থাকে তবে we বসাতে হবে ।
আবার যদি for এর পরে কোন Noun থাকে
তবে, ছেলের নাম থাকলে he
মেয়ের নাম থাকলে she বসাতে হবে ।
Example : 7. Affir : The box was too heavy for Simu to carry.
( মেয়ের নাম )
Neg : The box was so heavy that she could not carry it .
No comments