Affirmative to Negative ( Must এবং All / Every / Each / A ) যুক্ত
Affirmative to Negative
Must যুক্ত Affirmative বাক্যকে Negative করার ২ টি নিয়ম আছে।
Rule 1 : Must এর পরিবর্তে Can not but বসিয়ে ।
Example : 1. Affir : We must obey our parents.
Neg : We can not but obey our parents.
Rule 2 : Must এর পরিবর্তে Can not help বসিয়ে । তবে এই নিয়মে Negative করতে হলে Sentence এর Principal Verb এর ing বসাতে হবে।
Example : 1. Affir : We must obey our parents.
Neg : We can not help obeying our parents.
Every/ Each / A যুক্ত Affirmative Sentence কে ৩ টি উপায়ে Negative করা যায় ।
Rule 1 : ( There ব্যবহার করে ) ঃ All / Every/ Each / A এর পরিবর্তে There is no + Every/ Each / A এর পরের Noun + But + বাকি অংশ ।
Neg : There is no mother but loves her child.
Rule 2 : ( There ব্যবহার করে ) ঃ All / Every/ Each / A এর পরিবর্তে There is no + Every/ Each / A এর পরের Noun + Who doesn't + বাকি অংশ । তবে এক্ষেত্রে does বাবহারের ফলে Principal Verb এর সাথের s/es তুলে দিতে হবে।
Example : 1. Affir : Every/ Each/ A mother loves her child.
Neg : There is no mother who doesn't love her child.
Rule 3 : ( Opposite Word ব্যবহার করে ) ঃ Every/ Each / A এর পরিবর্তে No বসাতে হবে + Every/ Each / A এর পরের Noun + Noun এর পরবর্তী Word টির Opposite Word + বাকি অংশ ।
Example : 1. Affir : Every/ Each/ A mother loves her child.
Neg : No mother hates her child.
আসলে প্রতিটি বইয়ে বা আমার এখানে যেভাবে Rule গুলো দেয়া থাকে সেভাবে ওগুলো আয়ত্ত করা সম্ভব না । তাই আমার পরামর্শ প্রতিটি নিয়মের একটা করে বাক্য মুখস্ত রাখলে অতি সহজে উত্তর দেয়া সম্ভব ।
আর এই Transformation এর ক্ষেত্রে একটা সমস্যা হল এক্ষেত্রে যতগুলো Rule থাকে সবগুলোই জানতে হয় , নইলে Negative থেকে Affirmative করতে অনেক সময় সমস্যায় পড়তে হয় ।
No comments